জীবন্ত কিংবদন্তী প্রবাসী গীতিকার ইজাজুর রহমান (কাঁচা মিয়া)

মামুন চৌধুরী ::ভালোবেসে বলে তোমায় আমায় কাঁদালে, প্রেম অনলে জ্বলছে হিয়া জ্বলছে রইয়া রইয়া বন্ধু আমার, রঙিলা বন্ধুরে তুমি কত রঙের খেলা জানো, সোনা বন্ধুরে তুই কেন ছাড়িলি আমারে, লোকে বলে তবুও প্রেম ভালা, ভালোবাসা দিতে পারলে জনপ্রিয় এই গানগুলি সহ অসংখ্য গানের গীতিকার ও সুরকার ইজাজুর রহমান (কাঁচা মিয়া) সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বুরঙ্গা বাজার ইউনিয়নের হাজীপুর গ্রামে ৩ সেপ্টেম্বর ১৯৩১ ইং জন্মগ্রহণ করেন। জন্মসুত্রে তিনি বাঙ্গালী হলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যের নাগরিক। ১৯৪৮ সালে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। তিনি বিশ্বের কয়েকটি দেশ ভ্রমণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে জীবন … Continue reading জীবন্ত কিংবদন্তী প্রবাসী গীতিকার ইজাজুর রহমান (কাঁচা মিয়া)